যশোরে অস্ত্র ও ওয়াকিটকিসহ ৪ জন আটক
- সর্বশেষ আপডেট ০১:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 128
ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ার সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইউনুস আলী (৩০), মাহাবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের এস আই অলোক কুমারের একটি টিম পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সোহাগের হাঁসের খামার থেকে ইউনুস আলী ৪ যুবককে আটক করা হয়।
তিনি বলেন, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পাঁচটি মোটরসাইকেল, কয়েকটি রিফ্লেক্টিং জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়ারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস, মুখোশ, টর্চলাইট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মুল অভিযুক্ত সোহাগ ও তার কয়েক সহযোগী পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ গ্রুপটি ডাকাতির সাথে জড়িত। তাদের ব্যাপারে তথ্যানুসন্ধান ডবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

































