ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / 370

বেনাপোল পোর্ট থানা

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টার সময় বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে।

নিহতের মামাতো ভাই বাবর আলী জানান, তাদের ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঘেরে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারদিকে খোঁজাখুজি করা হয়। পরে আজ বিকেলে চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তার মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান তিনি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ১২:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টার সময় বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে।

নিহতের মামাতো ভাই বাবর আলী জানান, তাদের ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঘেরে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারদিকে খোঁজাখুজি করা হয়। পরে আজ বিকেলে চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তার মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান তিনি।