মোংলা প্রেস ক্লাবে
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল
- সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 276
দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা এবং দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তার মহৎ কর্মগুণে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
তার দেশপ্রেম ও আদর্শ লালন করে যুগান্তর পরিবার ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
শনিবার বিকেলে (আসরবাদ) মোংলা প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, বাপা নেতা ও সাংবাদিক নুর আলম শেখ
,প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আমির হোসেন আমু এবং অন্যান্য স্থানীয় সাংবাদিক নেতারা।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন তারা। আলোচনা সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় যুগান্তর পরিবারের জন্যও দোয়া করা হয়।






































