যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ
- সর্বশেষ আপডেট ০১:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 81
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা আজ (২ নভেম্বর) দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন।
এই লংমার্চের ঘোষণা দেওয়া হয় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে। শিক্ষক নেতারা বলেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের উপেক্ষা করছেন। তারা আজই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে বলা হয়, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষকরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে চাকরির জাতীয়করণের কাজ আটকে রাখা হয়েছে। ৯ মাস পেরিয়ে গেলেও ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা বাস্তবায়িত না হওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন ইবতেদায়ি শিক্ষকরা।


































