ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যমুনার ভাঙনে বিলীন মন্নিয়ার চর, ঝুঁকিতে শতাধিক স্থাপনা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সর্বশেষ আপডেট ১১:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 106

যমুনার ভাঙনে বিলীন মন্নিয়ার চর, ঝুঁকিতে শতাধিক স্থাপনা

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর গ্রামে যমুনা নদীর ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। গত কয়েক দিনে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙনে প্রায় চার শতাধিক ঘরবাড়ি, একটি মসজিদ ও শত একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয়রা জানান, ভাঙনের কারণে এখন ঝুঁকিতে রয়েছে প্রায় ৮ কোটি টাকার সোলার প্যানেল, মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্নিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি মাদ্রাসা, আটটি মসজিদ ও অসংখ্য বসতবাড়ি ও ফসলি জমি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো মন্নিয়ার চর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, “বিদ্যালয় থেকে নদী এখন মাত্র কয়েক শত গজ দূরে। জরুরি ব্যবস্থা না নিলে কয়েক দিনের মধ্যেই বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যেতে পারে।”

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, ভাঙনের কারণে পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। দক্ষিণ মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার খানম বলেন, “নদী এখন স্কুল থেকে কয়েকশ গজ দূরে। স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া জরুরি।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অসময়ের এই ভাঙন ইতোমধ্যে বহু মানুষকে গৃহহীন করেছে। দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি সবই নদীতে হারিয়ে যাবে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, “ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান জানান, “মন্নিয়াসহ আশপাশের চরে নদীভাঙন রোধে সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন শিগগিরই পাঠানো হবে, এরপর টেকসই প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যমুনার ভাঙনে বিলীন মন্নিয়ার চর, ঝুঁকিতে শতাধিক স্থাপনা

সর্বশেষ আপডেট ১১:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর গ্রামে যমুনা নদীর ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। গত কয়েক দিনে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙনে প্রায় চার শতাধিক ঘরবাড়ি, একটি মসজিদ ও শত একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয়রা জানান, ভাঙনের কারণে এখন ঝুঁকিতে রয়েছে প্রায় ৮ কোটি টাকার সোলার প্যানেল, মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্নিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি মাদ্রাসা, আটটি মসজিদ ও অসংখ্য বসতবাড়ি ও ফসলি জমি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো মন্নিয়ার চর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, “বিদ্যালয় থেকে নদী এখন মাত্র কয়েক শত গজ দূরে। জরুরি ব্যবস্থা না নিলে কয়েক দিনের মধ্যেই বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যেতে পারে।”

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, ভাঙনের কারণে পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। দক্ষিণ মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার খানম বলেন, “নদী এখন স্কুল থেকে কয়েকশ গজ দূরে। স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া জরুরি।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অসময়ের এই ভাঙন ইতোমধ্যে বহু মানুষকে গৃহহীন করেছে। দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি সবই নদীতে হারিয়ে যাবে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, “ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান জানান, “মন্নিয়াসহ আশপাশের চরে নদীভাঙন রোধে সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন শিগগিরই পাঠানো হবে, এরপর টেকসই প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হবে।”