ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে স্বর্ণের দোকান ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 45

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি।

রাজধানীর মোহাম্মদপুরে রাতের আঁধারে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গায়ে হুডি, মুখে মাস্ক ও মাথায় মাঙ্কি টুপি পরে চোর চক্রের সদস্যরা নিউ রানা জুয়েলার্স নামের দোকানটি থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপাসহ বিপুল পরিমাণ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার পর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার নিউ রানা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

 

দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ৩টা ২১ মিনিটের দিকে চোর চক্রের সদস্যরা দোকানটির শাটার খুলে ফেলে। এরপর শাটারের ভেতরের দিকে থাকা থাই গ্লাস ভেঙে একে একে দোকানে প্রবেশ করে ৭ থেকে ৮ জন।

ফুটেজে দেখা যায়, চোরেরা হুডি ও জ্যাকেট পরা ছিল। তাদের মধ্যে কেউ মাথায় মাঙ্কি টুপি, আবার কেউ হুডির অংশ দিয়ে মুখ ঢেকে রাখার পাশাপাশি মুখে মাস্ক পরেছিলেন—যাতে পরিচয় শনাক্ত করা না যায়।

 

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, দোকানে ঢুকেই তারা দ্রুত স্বর্ণ ও রুপার জুয়েলারি বের করতে থাকে। এ সময় একজনকে ক্যাশবাক্সের কাছে গিয়ে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র খুঁজতে দেখা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপাসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, “চোর চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চোরাই স্বর্ণালংকার উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।”

 

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা রাতে নিরাপত্তা জোরদার এবং এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা যাচাই করা হচ্ছে এবং খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোহাম্মদপুরে স্বর্ণের দোকান ডাকাতি

সর্বশেষ আপডেট ০২:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে রাতের আঁধারে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গায়ে হুডি, মুখে মাস্ক ও মাথায় মাঙ্কি টুপি পরে চোর চক্রের সদস্যরা নিউ রানা জুয়েলার্স নামের দোকানটি থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপাসহ বিপুল পরিমাণ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার পর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার নিউ রানা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

 

দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ৩টা ২১ মিনিটের দিকে চোর চক্রের সদস্যরা দোকানটির শাটার খুলে ফেলে। এরপর শাটারের ভেতরের দিকে থাকা থাই গ্লাস ভেঙে একে একে দোকানে প্রবেশ করে ৭ থেকে ৮ জন।

ফুটেজে দেখা যায়, চোরেরা হুডি ও জ্যাকেট পরা ছিল। তাদের মধ্যে কেউ মাথায় মাঙ্কি টুপি, আবার কেউ হুডির অংশ দিয়ে মুখ ঢেকে রাখার পাশাপাশি মুখে মাস্ক পরেছিলেন—যাতে পরিচয় শনাক্ত করা না যায়।

 

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, দোকানে ঢুকেই তারা দ্রুত স্বর্ণ ও রুপার জুয়েলারি বের করতে থাকে। এ সময় একজনকে ক্যাশবাক্সের কাছে গিয়ে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র খুঁজতে দেখা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপাসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, “চোর চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চোরাই স্বর্ণালংকার উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।”

 

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা রাতে নিরাপত্তা জোরদার এবং এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা যাচাই করা হচ্ছে এবং খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।