শিরোনাম
মোহাম্মদপুরে সেনা অভিযানে ৩২টি তাজা ককটেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 113
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৩২টি তাজা ককটেলসহ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে বসিলা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, রাত সোয়া ৩টার দিকে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এই কার্যক্রম সরাসরি প্রচারের জন্য সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে।
সেনাবাহিনীর পাঠানো দুটি ভিডিওতে দেখা যায়, অভিযানে তিনজনকে আটক করে একটি গাড়িতে তোলা হচ্ছে। অন্য ভিডিওতে উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী সাবধানে গাড়িতে তুলতে দেখা গেছে।
































