ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ, পাওয়া গেল চিরকুট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 51

মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ, পাওয়া গেল চিরকুট

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে তরিকুল ইসলাম রুপম (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে আজিজ মহল্লার ১৩/৮ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তরিকুল মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঘড়ির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে রুমের অন্য সদস্যরা বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পান। বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা অন্য বাসিন্দাদের ডেকে নেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তরিকুলের ঝুলন্ত দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। তার বিছানা থেকে একটি ডায়রি উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল— তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা যাবে না এবং তিনি আর্থিক সংকটে ছিলেন।

ফ্ল্যাটের আরেক বাসিন্দা মো. আজম রহমতুল্লাহ শাফি জানান, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাসায় এসে তিনি দরজা বন্ধ অবস্থায় পান। বেশ ডাকাডাকি করেও দরজা না খোলায় তিনি ম্যানেজারসহ অন্যদের খবর দেন। তিনি আরও বলেন, গভীর রাতে তরিকুলের কান্নার শব্দ বা ফোনে উচ্চস্বরে তর্ক-বিতর্কের আওয়াজ শোনা যেত।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ, পাওয়া গেল চিরকুট

সর্বশেষ আপডেট ০৯:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে তরিকুল ইসলাম রুপম (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে আজিজ মহল্লার ১৩/৮ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তরিকুল মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঘড়ির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে রুমের অন্য সদস্যরা বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পান। বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা অন্য বাসিন্দাদের ডেকে নেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তরিকুলের ঝুলন্ত দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। তার বিছানা থেকে একটি ডায়রি উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল— তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা যাবে না এবং তিনি আর্থিক সংকটে ছিলেন।

ফ্ল্যাটের আরেক বাসিন্দা মো. আজম রহমতুল্লাহ শাফি জানান, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাসায় এসে তিনি দরজা বন্ধ অবস্থায় পান। বেশ ডাকাডাকি করেও দরজা না খোলায় তিনি ম্যানেজারসহ অন্যদের খবর দেন। তিনি আরও বলেন, গভীর রাতে তরিকুলের কান্নার শব্দ বা ফোনে উচ্চস্বরে তর্ক-বিতর্কের আওয়াজ শোনা যেত।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।