মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা
- সর্বশেষ আপডেট ০৪:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 52
রাজধানীর মোহাম্মদপুরে লায়লা ফিরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)-কে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। তবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।
মামলার এজাহারে আজিজুল ইসলাম উল্লেখ করেছেন, তিনি নিজে উত্তরায় কর্মস্থলে থাকাকালীন স্ত্রী ও মেয়েকে একাধিকবার ফোন করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। পরে বাসায় এসে দেখেন, স্ত্রী রক্তাক্ত অবস্থায় মৃত এবং মেয়ে গুরুতর জখম অবস্থায় মেইন গেটে পড়ে আছে। মেয়েকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজিজুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, আয়েশা সকাল ৭:৫১ মিনিটে বাসায় প্রবেশ করে এবং সকাল ৯:৩৫ মিনিটের মধ্যে মেয়ের মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যায়। তিনি নিশ্চিত করেছেন, একই সময়ের মধ্যে গৃহকর্মী আয়েশা ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে হত্যা করেছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা তদন্তের দায়িত্ব এসআই শহিদুল ওসমান মাসুমকে দেওয়া হয়েছে। মোহাম্মদপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, অভিযুক্তকে শনাক্ত করা গেছে।
ডিএমপির ডিসি তালেবুর রহামান বলেন, পুলিশ আন্তরিকভাবে কাজ করছে এবং খুব শিগগিরই হত্যার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেপ্তার করা হবে। তিনি আরও উল্লেখ করেন, রাজধানীতে খুন-হত্যার সংখ্যা আগের তুলনায় কমে এসেছে। গত নভেম্বর মাসে ১৭টি হত্যার সবকটিই তদন্তে সমাধান করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডেরও রহস্য উদঘাটনে সক্ষম হবে পুলিশ।
































