ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 79

মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ চারজনকে সেনা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় অভিযান পরিচালনা করে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে গ্রেপ্তাররা হলেন– ভাইরাল ভিডিওতে দেখা মূল ছিনতাইকারী শাওন (১৯), মহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরে এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর ভিডিওর সঙ্গে মিলিয়ে সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করে সেনাবাহিনী।

ভিডিও ভাইরাল হওয়ার পর শনাক্ত করা ছিনতাইকারীরা এলাকা ছাড়ে। সম্প্রতি তাদের একজন ঢাকায় ফিরে আসে। এই তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল আইনের আওতায় আসবেই। সাম্প্রতিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বেশিরভাগ আসামিই গ্রেপ্তার হয়েছে। যারা পলাতক, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

সর্বশেষ আপডেট ০৪:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ চারজনকে সেনা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় অভিযান পরিচালনা করে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে গ্রেপ্তাররা হলেন– ভাইরাল ভিডিওতে দেখা মূল ছিনতাইকারী শাওন (১৯), মহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরে এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর ভিডিওর সঙ্গে মিলিয়ে সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করে সেনাবাহিনী।

ভিডিও ভাইরাল হওয়ার পর শনাক্ত করা ছিনতাইকারীরা এলাকা ছাড়ে। সম্প্রতি তাদের একজন ঢাকায় ফিরে আসে। এই তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল আইনের আওতায় আসবেই। সাম্প্রতিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বেশিরভাগ আসামিই গ্রেপ্তার হয়েছে। যারা পলাতক, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।