মোহাম্মদপুরে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 190
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন— সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)।
এ ঘটনায় নাটা ফয়সাল ও শরীফ নামে আরও দুজন আহত হন। তারা পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুই দফায় এই ঘটনা ঘটে।
ওসি জানান, নবীনগর হাউজিং এলাকার ১৬ নম্বর হাক্কারপাড়া রাস্তায় ভোরে ছিনতাইয়ের সময় উত্তেজিত জনতা সুজনকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে একই এলাকায় আরেক দফায় গণপিটুনির শিকার হন হানিফ। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি রফিক বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দিয়ে বর্তমানে থানায় হেফাজতে রাখা হয়েছে।
































