শিরোনাম
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 79
রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
এটি হত্যা নাকি অন্যকিছু সেটি এখনও স্পষ্ট হয়নি। ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা চলছে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। তারা এখনও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।































