শিরোনাম
মোহাম্মদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:৫২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 93
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মো. ইয়ামিন (২৩) এক যুবক নিহত হয়েছেন। গণপিটুনির শিকার মো. ফাহিম (২২) নামের আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকজনকে ছিনতাই করার সময় ইয়ামিন ও ফাহিমকে ধরে ফেলেন লোকজন। এরপর তাঁদের গণপিটুনি দেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে স্থানীয় লোকজন গণপিটুনি দেন। এতে একজন মারা গেছেন। তাঁর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত ফাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
































