ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোসাদের অপারেশন ‘নার্নিয়া’,বিজ্ঞানী হত্যার ‘হিট লিস্ট’ ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 161

মোসাদের অপারেশন ‘নার্নিয়া’,বিজ্ঞানী হত্যার ‘হিট লিস্ট’ ফাঁস

ইরানের পরমাণু কর্মসূচির শীর্ষ বিজ্ঞানীদের টার্গেট করে ইসরায়েলের গোপন সামরিক অভিযান ‘অপারেশন নার্নিয়া’র তথ্য ফাঁস হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অপারেশনের নেতৃত্বে ছিল। এতে একাধিক ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বলে দাবি আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের।

অপারেশন শুরুর আগে বিজ্ঞানীদের চারটি স্তরে শ্রেণিবিন্যাস করা হয়। শীর্ষে ছিলেন যারা সামরিক বা পারমাণবিক প্রযুক্তিতে অদলবদলহীন ও উচ্চমাত্রার দক্ষ। এর ভিত্তিতেই তৈরি হয় ‘হিট লিস্ট’। এরপর ‘রাইজিং লায়ন’ নামে আরেক অভিযানের অংশ হিসেবে শুরু হয় এই সুনির্দিষ্ট অভিযান।

এটি পরিচালনায় যুক্ত ছিল ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর ১২০ জন সদস্য, বিমান বাহিনীর একটি টিম এবং সাইবার ইউনিট। অপারেশনের আগে রাডার ও কমান্ড সেন্টার ধ্বংসের পাশাপাশি বিজ্ঞানীদের অবস্থান নিশ্চিত করা হয়।

এই অভিযানে যেসব বিজ্ঞানী নিহত হয়েছেন, তারা ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাদের মধ্যে রয়েছেন: ফেরেইদুন আব্বাসি (পারমাণবিক প্রকৌশলী), মোহাম্মদ মাহদি তাহরানচি (পদার্থবিদ), আকবর মাতলালি জাদে (কেমিক্যাল ইঞ্জিনিয়ার), সাঈদ বেরাজি (উপাদান প্রকৌশলী), আমির হাসান ফাকাহি (পদার্থবিদ), আবদুল হামিদ মিনুশাহর (রিঅ্যাক্টর পদার্থবিদ), মনসুর আসগারি (পদার্থবিদ), আহমদ রেজা দাওলপারকি দরিয়ানি (পারমাণবিক প্রকৌশলী) এবং আলি বাখায়ী কাতেহরেমি (যান্ত্রিক প্রকৌশলী)।

ইরান-ইসরায়েল সংঘাতের বিস্তার
ইরান-ইসরায়েল সংঘাতের বিস্তার

এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ফারসি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করে। সেখানে ইরানি নাগরিকদের মোসাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়—এনক্রিপ্টেড ও ভিপিএন সংযোগ ব্যবহারের পরামর্শসহ।

বিশ্লেষকদের মতে, মোসাদের ‘অপারেশন নার্নিয়া’ শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং ইরানের পরমাণু সক্ষমতার কেন্দ্রে আঘাত। এতে তেহরানের অভ্যন্তরে আতঙ্ক, অবিশ্বাস এবং দিকভ্রান্তি তৈরি করাই মোসাদের কৌশল।

এই অভিযান ইসরায়েল-ইরান দ্বন্দ্বে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোসাদের অপারেশন ‘নার্নিয়া’,বিজ্ঞানী হত্যার ‘হিট লিস্ট’ ফাঁস

সর্বশেষ আপডেট ০৫:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

ইরানের পরমাণু কর্মসূচির শীর্ষ বিজ্ঞানীদের টার্গেট করে ইসরায়েলের গোপন সামরিক অভিযান ‘অপারেশন নার্নিয়া’র তথ্য ফাঁস হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অপারেশনের নেতৃত্বে ছিল। এতে একাধিক ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বলে দাবি আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের।

অপারেশন শুরুর আগে বিজ্ঞানীদের চারটি স্তরে শ্রেণিবিন্যাস করা হয়। শীর্ষে ছিলেন যারা সামরিক বা পারমাণবিক প্রযুক্তিতে অদলবদলহীন ও উচ্চমাত্রার দক্ষ। এর ভিত্তিতেই তৈরি হয় ‘হিট লিস্ট’। এরপর ‘রাইজিং লায়ন’ নামে আরেক অভিযানের অংশ হিসেবে শুরু হয় এই সুনির্দিষ্ট অভিযান।

এটি পরিচালনায় যুক্ত ছিল ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর ১২০ জন সদস্য, বিমান বাহিনীর একটি টিম এবং সাইবার ইউনিট। অপারেশনের আগে রাডার ও কমান্ড সেন্টার ধ্বংসের পাশাপাশি বিজ্ঞানীদের অবস্থান নিশ্চিত করা হয়।

এই অভিযানে যেসব বিজ্ঞানী নিহত হয়েছেন, তারা ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাদের মধ্যে রয়েছেন: ফেরেইদুন আব্বাসি (পারমাণবিক প্রকৌশলী), মোহাম্মদ মাহদি তাহরানচি (পদার্থবিদ), আকবর মাতলালি জাদে (কেমিক্যাল ইঞ্জিনিয়ার), সাঈদ বেরাজি (উপাদান প্রকৌশলী), আমির হাসান ফাকাহি (পদার্থবিদ), আবদুল হামিদ মিনুশাহর (রিঅ্যাক্টর পদার্থবিদ), মনসুর আসগারি (পদার্থবিদ), আহমদ রেজা দাওলপারকি দরিয়ানি (পারমাণবিক প্রকৌশলী) এবং আলি বাখায়ী কাতেহরেমি (যান্ত্রিক প্রকৌশলী)।

ইরান-ইসরায়েল সংঘাতের বিস্তার
ইরান-ইসরায়েল সংঘাতের বিস্তার

এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ফারসি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করে। সেখানে ইরানি নাগরিকদের মোসাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়—এনক্রিপ্টেড ও ভিপিএন সংযোগ ব্যবহারের পরামর্শসহ।

বিশ্লেষকদের মতে, মোসাদের ‘অপারেশন নার্নিয়া’ শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং ইরানের পরমাণু সক্ষমতার কেন্দ্রে আঘাত। এতে তেহরানের অভ্যন্তরে আতঙ্ক, অবিশ্বাস এবং দিকভ্রান্তি তৈরি করাই মোসাদের কৌশল।

এই অভিযান ইসরায়েল-ইরান দ্বন্দ্বে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট