ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল অ্যাপে মেট্রোরেলের র‌্যাপিড পাস কার্ড রিচার্জ সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 43

মেট্রোরেল

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নতুন উদ্যোগে এবার মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনের র‌্যাপিড পাস ও এমআরটি পাস মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে।

সোমবার (১২ জানুয়ারি) তেজগাঁওস্থ ডিটিসিএর সভাকক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এই সেবার উদ্বোধন করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ সেবার মাধ্যমে যাত্রীরা কাউন্টারে না গিয়ে নিরাপদভাবে পাস রিচার্জ করতে পারবেন। অ্যাপ ব্যবহার করে কার্ডের রিচার্জ ইতিহাস দেখা, ব্যালেন্স যাচাই এবং বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুবিধা থাকবে। একবারে সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জের পর অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ না করলে ব্যালেন্স কার্যকর হবে না।

অ্যাপ ব্যবহারের জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাইন-আপ করতে হবে। আগে রেজিস্ট্রেশন করা ব্যবহারকারীরা একই লগইন তথ্য ব্যবহার করতে পারবেন। নতুন কার্ড যুক্ত করাও সহজ হবে। এক সময়ে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে। পেন্ডিং রিচার্জ বাতিলের ক্ষেত্রে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে।

ডিটিসিএ জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা যেকোনো সময় ও স্থান থেকে রিচার্জ করতে পারবেন। এটি যাত্রীসেবার মান উন্নত করবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র‌্যাপিড পাস ব্যবহারের পথ সুগম করবে। গত বছরের ২৫ নভেম্বর ওয়েবসাইটে অনলাইন রিচার্জ চালু হওয়ার পর ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপ প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোবাইল অ্যাপে মেট্রোরেলের র‌্যাপিড পাস কার্ড রিচার্জ সুবিধা চালু

সর্বশেষ আপডেট ১০:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নতুন উদ্যোগে এবার মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনের র‌্যাপিড পাস ও এমআরটি পাস মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে।

সোমবার (১২ জানুয়ারি) তেজগাঁওস্থ ডিটিসিএর সভাকক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এই সেবার উদ্বোধন করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ সেবার মাধ্যমে যাত্রীরা কাউন্টারে না গিয়ে নিরাপদভাবে পাস রিচার্জ করতে পারবেন। অ্যাপ ব্যবহার করে কার্ডের রিচার্জ ইতিহাস দেখা, ব্যালেন্স যাচাই এবং বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুবিধা থাকবে। একবারে সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জের পর অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ না করলে ব্যালেন্স কার্যকর হবে না।

অ্যাপ ব্যবহারের জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাইন-আপ করতে হবে। আগে রেজিস্ট্রেশন করা ব্যবহারকারীরা একই লগইন তথ্য ব্যবহার করতে পারবেন। নতুন কার্ড যুক্ত করাও সহজ হবে। এক সময়ে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে। পেন্ডিং রিচার্জ বাতিলের ক্ষেত্রে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে।

ডিটিসিএ জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা যেকোনো সময় ও স্থান থেকে রিচার্জ করতে পারবেন। এটি যাত্রীসেবার মান উন্নত করবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র‌্যাপিড পাস ব্যবহারের পথ সুগম করবে। গত বছরের ২৫ নভেম্বর ওয়েবসাইটে অনলাইন রিচার্জ চালু হওয়ার পর ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপ প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।