ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কৃষকদের স্বার্থ আগে

মোদি-ট্রাম্প শুল্ক যুদ্ধ: আপস করবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 161

মোদি-ট্রাম্প বাণিজ্য যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কখনও আপস করবেন না, এমনকি যদি তাকে তার জন্য চড়া মূল্য দিতে হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিল্লিতে এক সম্মেলনে ভাষণকালে মোদি বলেন, “কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। ভারত কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থ রক্ষায় অটল।”

মার্কিন যুক্তরাষ্ট্র গত ২০ জুলাই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এরপর বুধবার ট্রাম্প নয়া দিল্লির রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির কারণে জরিমানা হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়ালো, যা মার্কিন বাণিজ্যিক অংশীদারদের জন্য সর্বোচ্চ শুল্ক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শুল্ক আরোপকে ‘অন্যায়’ ও ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য, ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি বাজারের ওপর ভিত্তি করে এসব পদক্ষেপ নেয়া হয়। তারা এই শুল্ক আরোপকে ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

মার্কিন শুল্ক আরোপের কারণে ভারতের কৃষি রপ্তানি খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। তবে মোদি কৃষকদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র: এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কৃষকদের স্বার্থ আগে

মোদি-ট্রাম্প শুল্ক যুদ্ধ: আপস করবে না ভারত

সর্বশেষ আপডেট ০৩:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কখনও আপস করবেন না, এমনকি যদি তাকে তার জন্য চড়া মূল্য দিতে হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিল্লিতে এক সম্মেলনে ভাষণকালে মোদি বলেন, “কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। ভারত কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থ রক্ষায় অটল।”

মার্কিন যুক্তরাষ্ট্র গত ২০ জুলাই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এরপর বুধবার ট্রাম্প নয়া দিল্লির রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির কারণে জরিমানা হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়ালো, যা মার্কিন বাণিজ্যিক অংশীদারদের জন্য সর্বোচ্চ শুল্ক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শুল্ক আরোপকে ‘অন্যায়’ ও ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য, ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি বাজারের ওপর ভিত্তি করে এসব পদক্ষেপ নেয়া হয়। তারা এই শুল্ক আরোপকে ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

মার্কিন শুল্ক আরোপের কারণে ভারতের কৃষি রপ্তানি খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। তবে মোদি কৃষকদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র: এনডিটিভি