মমতার কটাক্ষ
মোদি এখন এখন সিঁদুর বিক্রেতা
- সর্বশেষ আপডেট ১২:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 282
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে “অপারেশন সিঁদুর” নামকরণকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত এই সন্ত্রাসবিরোধী অভিযানের নামকরণ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অপারেশন সিঁদুর নামটি তাদের মস্তিষ্কপ্রসূত। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এটি বলতে চাইনি, বিশেষ করে যখন বহু দলীয় প্রতিনিধিদল বিভিন্ন দেশে ভারতের অবস্থান ব্যাখ্যা করছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছেন রাজনৈতিক প্রচারণার উদ্দেশ্যে।”
আলিপুরদুয়ারে এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেন। এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, “প্রথমে তিনি নিজেকে চা-বিক্রেতা হিসেবে পরিচয় দেন। তারপর নিজেকে প্রহরী বলেন। এখন তিনি সিঁদুর বিক্রি করতে এসেছেন।”
মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রী মোদির অভিযোগের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি সবসময় সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেয়, এবং মুর্শিদাবাদেও তারা একই কাজ করেছে। আমাদের কাছে এর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। সময় এলে আমরা সেগুলি মিডিয়ার সামনে প্রকাশ করব।”
দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্নীতি বিজেপি-শাসিত রাজ্যগুলোতে আরও বেশি প্রচলিত। কিন্তু সেগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।”
তিনি আরও দাবি করেন, “আমাদের কাছে বিভিন্ন কেন্দ্রীয় স্পন্সরকৃত প্রকল্পের অধীনে ১.৭৫ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে সেই বকেয়া পরিশোধ করুন, তারপর আমাদের সমালোচনা করুন।”
































