মোদির পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া রাই
- সর্বশেষ আপডেট ০৪:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 86
ভারতের অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এক ভিডিওতে দেখা যায়, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। পুরো আয়োজন জুড়ে ছিল আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক রঙের সমাহার।
মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে ঐশ্বরিয়া বলেন, “শ্রী সত্য সাঁই বাবার পবিত্র আগমনের ১০০ বছর আমাদের ভালবাসা, সেবা ও মানবতার বার্তা মনে করিয়ে দেয়। মানবজাতি এক, ধর্ম এক, ভালবাসা এক, ভাষা এক—হৃদয়ের ভাষা। ঈশ্বর সর্বত্র বিরাজমান।”
তিনি আরও বলেন, “এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও পবিত্র ও তাৎপর্যময় করেছে। তার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আমরা ধন্যবাদ জানাই।”
ঐশ্বরিয়া শৈশব থেকেই সত্য সাঁই বাবার ভক্ত। তিনি সত্য সাই বাল বিকাশ প্রোগ্রামেরও ছাত্রী ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “স্বামীজি সবসময় পাঁচটি ‘ডি’-র ওপর গুরুত্ব দিয়েছেন—শৃঙ্খলা, নিবেদন, ভক্তি, দৃঢ়তা এবং বিবেচনা। অর্থবহ জীবনের জন্য এগুলোই প্রয়োজন।”
































