অভিযোগ মির্জা ফখরুলের
মোদির কাছে বিচার চাইলেন পাকিস্তানি নারী
- সর্বশেষ আপডেট ০৩:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 62
পাকিস্তানের করাচির নারী নিকিতা নাগদেব অভিযোগ করেছেন—তার স্বামী বিক্রম নাগদেব গোপনে ভারতে গিয়ে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানিয়ে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ন্যায্য বিচার চেয়েছেন। ঘটনাটি দুই দেশের সামাজিক ও আইনি মহলে আলোচনায় এসেছে।
নিকিতা জানান, ২০২০ সালের ২৬ জানুয়ারি হিন্দু রীতিতে তাদের বিয়ে হয়। বিক্রম পাকিস্তানি বংশোদ্ভূত হলেও ভারতের ইন্দোরে ভিসায় বসবাস করতেন। বিয়ের এক মাস পর তিনি ভারতে গেলে, একই বছরের ৯ জুলাই বিক্রম তাকে ‘ভিসার সমস্যা’ দেখিয়ে আটারি সীমান্তে নামিয়ে দিয়ে জোর করে পাকিস্তানে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি নিকিতার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।
করাচিতে ফিরে নিকিতা জানতে পারেন—বিক্রম দিল্লিতে অন্য এক নারীকে বিয়ে করার উদ্যোগ নিচ্ছেন। তিনি লিখিত অভিযোগ দাখিল করেন এবং ন্যায়বিচারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান। নিকিতার দাবি, বিয়ের পর শ্বশুরবাড়িতে তিনি নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং বিক্রম এক আত্মীয়ার সঙ্গে সম্পর্কেও জড়িত ছিলেন।
মামলাটি যায় সিন্ধি পঞ্চ মধ্যস্থতা কেন্দ্রে। সেখানে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে কেন্দ্র জানায়, যেহেতু দুজনের কেউই ভারতীয় নাগরিক নন, তাই এটি পাকিস্তানের এখতিয়ারভুক্ত। তবে আইন ভঙ্গ করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করায় বিক্রমকে পাকিস্তানে ফেরত পাঠানোর সুপারিশ করা হয়েছে। ইন্দোরের সমাজ পঞ্চায়েতও একই মত দিয়েছে।
ইন্দোরের জেলা প্রশাসক আশীষ সিং জানিয়েছেন, বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
































