মোংলা বন্দরে কোরবানি ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
- সর্বশেষ আপডেট ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 292
মোংলা বন্দরের ৩১৫০ জন শ্রমিক-কর্মচারীর মাঝে কোরবানির ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডে স্টিভিডরস কোম্পানি মেসার্স গফুর ব্রাদার্স চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং স্টিভিডরস কোম্পানি মেসার্স হাশেম অ্যান্ড সন্স-এর মালিক মো. জুলফিকার আলী।
মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট এবং বার্থ-শিপ অপারেটরদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল—চাল, চিনি, ডাল, লবণ, তেল, সেমাই, দুধ ও সাবান।
এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, মেসার্স মাহবুব ব্রাদার্স অ্যান্ড কোং-এর মালিক মাহবুবুর রহমান টুটুল, মেসার্স মক্কা-মদিনা-এর মালিক গোফরান হোসেন এবং মেসার্স টি. হক অ্যান্ড কোম্পানি-এর মালিক আলমগীর হোসেন।
































