ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় ১৪ ভারতীয় জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 107

মোংলায় ১৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের একটি ফিশিং ট্রলার। এসময় ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনার পর রাত সাড়ে ৮টার দিকে সেটি মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার আটক জেলেদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক জেলেরা হলেন—চন্দ্র দাস, আনন্দ দাস, সদানন্দ দাস, শেখর দাস, সুভাষ দাস, মনি শংকর শিকদার, বিপুল দাস, গৌরঙ্গ দাস, মৃত্যুঞ্জয় দাস, গৌরাঙ্গ হালদার, গৌতম দাস, বিশ্বজিৎ দাস, সুজন বিশ্বাস ও বিজয় দাস। তাদের সবাই কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বসবাস করেন।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ‘এফ বি শুভযাত্রা’ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন। ট্রলারে থাকা ১৪ জন ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়। আটক ট্রলারটি ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শনিবার বিকেল সাড়ে ৫টায় মোংলায় নিয়ে আসে নৌবাহিনীর অপর জাহাজ বানৌজা বিষখালী।

তিনি আরও জানান, ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ রাতে মোংলার ফেরিঘাটে এনে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। মাছ বিক্রির অর্থ সরকারের রাজস্বে জমা হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে ১৪ জুলাই দুটি ও ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলায় ১৪ ভারতীয় জেলে আটক

সর্বশেষ আপডেট ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের একটি ফিশিং ট্রলার। এসময় ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনার পর রাত সাড়ে ৮টার দিকে সেটি মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার আটক জেলেদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক জেলেরা হলেন—চন্দ্র দাস, আনন্দ দাস, সদানন্দ দাস, শেখর দাস, সুভাষ দাস, মনি শংকর শিকদার, বিপুল দাস, গৌরঙ্গ দাস, মৃত্যুঞ্জয় দাস, গৌরাঙ্গ হালদার, গৌতম দাস, বিশ্বজিৎ দাস, সুজন বিশ্বাস ও বিজয় দাস। তাদের সবাই কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বসবাস করেন।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ‘এফ বি শুভযাত্রা’ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন। ট্রলারে থাকা ১৪ জন ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়। আটক ট্রলারটি ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শনিবার বিকেল সাড়ে ৫টায় মোংলায় নিয়ে আসে নৌবাহিনীর অপর জাহাজ বানৌজা বিষখালী।

তিনি আরও জানান, ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ রাতে মোংলার ফেরিঘাটে এনে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। মাছ বিক্রির অর্থ সরকারের রাজস্বে জমা হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে ১৪ জুলাই দুটি ও ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করা হয়েছিল।