ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সর্বশেষ আপডেট ০৫:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 165

মোংলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

বাগেরহাটের মোংলায় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজ গঠনে লক্ষ মানুষের কণ্ঠে শপথ, ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

শতাধিক যুবক-যুবতী, নারী ও পুরুষের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় শপথ পাঠের সঙ্গে সংযুক্ত হয় মোংলা উপজেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বক্তব্য শুরু করে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন,
“নারী উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সরকারের বিভিন্ন পদক্ষেপ নারীদের ক্ষমতায়নে বিশেষ অবদান রাখছে। পরিবারে মা-বোনেরা যেমন শান্তি বয়ে আনেন, তেমনি দেশের উন্নয়নেও নারীর যথাযথ সিদ্ধান্ত ও অংশগ্রহণ অপরিহার্য।”

তিনি আরও বলেন, “মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ‘জুলাই পুনর্জাগরণ’ এক সময়োপযোগী উদ্যোগ।”

আলোচনাসভা শেষে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান ইউএনও সুমী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জুবাইর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান, মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মো. আবু হানিফসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

সর্বশেষ আপডেট ০৫:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বাগেরহাটের মোংলায় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজ গঠনে লক্ষ মানুষের কণ্ঠে শপথ, ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

শতাধিক যুবক-যুবতী, নারী ও পুরুষের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় শপথ পাঠের সঙ্গে সংযুক্ত হয় মোংলা উপজেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বক্তব্য শুরু করে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন,
“নারী উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সরকারের বিভিন্ন পদক্ষেপ নারীদের ক্ষমতায়নে বিশেষ অবদান রাখছে। পরিবারে মা-বোনেরা যেমন শান্তি বয়ে আনেন, তেমনি দেশের উন্নয়নেও নারীর যথাযথ সিদ্ধান্ত ও অংশগ্রহণ অপরিহার্য।”

তিনি আরও বলেন, “মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ‘জুলাই পুনর্জাগরণ’ এক সময়োপযোগী উদ্যোগ।”

আলোচনাসভা শেষে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান ইউএনও সুমী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জুবাইর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান, মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মো. আবু হানিফসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।