ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, মোংলা 
  • সর্বশেষ আপডেট ০৯:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 254

মোংলায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা হলো বৈষম্যহীন, সাম্যবিহীন বাংলাদেশ গড়ে তোলা। মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।

০৮ আগস্ট শুক্রবার বিকেলে মোংলার মিঠাখালী ফুটবল মাঠে জুলাই স্মৃতি সংসদের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক নেতা ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, বিএনপি নেতা ও সাবেক কৃতি ফুটবলার শেখ রুস্তম আলী, ক্রীড়া সংগঠক মোঃ হান্নান সরদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাব্বির হোসেন, নারী জাতীয় দলের কৃতি ফুটবলার আকলিমা খাতুন, সাবেক কাউন্সিলর আঃ কাদের, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত, ক্রীড়া সংগঠক জুস্ট সরদার, ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মোঃ শাহ্ আলম শেখ, নাজমুল হক, শহীদ জিয়া স্মৃতি সংসদের খানজাহান আলী ও সোহাগ মিলন প্রমুখ।

প্রধান অতিথি মনিরুজ্জামান বলেন, দেশের মানুষ যেন ধর্ম, বর্ণ ও বিশ্বাস নির্বিশেষে নিরাপদ বোধ করে, এজন্য কাজ করতে হবে। ফ্যাসিবাদী মতাদর্শের উত্থান রোধে গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি নেতা ও সাবেক ফুটবলার শেখ রুস্তম আলী যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধূলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করে গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

প্রীতি ফুটবল ম্যাচে মোংলা উপজেলা ফুটবল একাদশ ও মোংলা পৌরসভা ফুটবল একাদশ অংশ নেয়। খেলা শুরুতে শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়। খেলা গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়। পরবর্তীতে প্রধান অতিথি উভয় দলকে উপহার তুলে দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

সর্বশেষ আপডেট ০৯:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা হলো বৈষম্যহীন, সাম্যবিহীন বাংলাদেশ গড়ে তোলা। মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।

০৮ আগস্ট শুক্রবার বিকেলে মোংলার মিঠাখালী ফুটবল মাঠে জুলাই স্মৃতি সংসদের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক নেতা ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, বিএনপি নেতা ও সাবেক কৃতি ফুটবলার শেখ রুস্তম আলী, ক্রীড়া সংগঠক মোঃ হান্নান সরদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাব্বির হোসেন, নারী জাতীয় দলের কৃতি ফুটবলার আকলিমা খাতুন, সাবেক কাউন্সিলর আঃ কাদের, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত, ক্রীড়া সংগঠক জুস্ট সরদার, ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মোঃ শাহ্ আলম শেখ, নাজমুল হক, শহীদ জিয়া স্মৃতি সংসদের খানজাহান আলী ও সোহাগ মিলন প্রমুখ।

প্রধান অতিথি মনিরুজ্জামান বলেন, দেশের মানুষ যেন ধর্ম, বর্ণ ও বিশ্বাস নির্বিশেষে নিরাপদ বোধ করে, এজন্য কাজ করতে হবে। ফ্যাসিবাদী মতাদর্শের উত্থান রোধে গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি নেতা ও সাবেক ফুটবলার শেখ রুস্তম আলী যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধূলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করে গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

প্রীতি ফুটবল ম্যাচে মোংলা উপজেলা ফুটবল একাদশ ও মোংলা পৌরসভা ফুটবল একাদশ অংশ নেয়। খেলা শুরুতে শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়। খেলা গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়। পরবর্তীতে প্রধান অতিথি উভয় দলকে উপহার তুলে দেন।