ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
  • সর্বশেষ আপডেট ১১:২৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 60

মেহেরপুরে তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাহ দাহ গ্রামের একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিপ্লব বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস ধরে বিপ্লব হোসেন ও তার সঙ্গে আরও দুই সহযোগী ওই গোডাউনে ফার্নিচারের কাজ করতেন। কিন্তু গত কয়েকদিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা সন্দেহ করে গাংনী থানায় খবর দেন। পুলিশ গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গোডাউনে কাজ চলছিল, কিন্তু হঠাৎ গত কয়েকদিন ধরে কাজের শব্দ বা কাউকে দেখা যায়নি। পরে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধার করা হলেও বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগীর কোনো খোঁজ মেলেনি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেহেরপুরে তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ১১:২৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাহ দাহ গ্রামের একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিপ্লব বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস ধরে বিপ্লব হোসেন ও তার সঙ্গে আরও দুই সহযোগী ওই গোডাউনে ফার্নিচারের কাজ করতেন। কিন্তু গত কয়েকদিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা সন্দেহ করে গাংনী থানায় খবর দেন। পুলিশ গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গোডাউনে কাজ চলছিল, কিন্তু হঠাৎ গত কয়েকদিন ধরে কাজের শব্দ বা কাউকে দেখা যায়নি। পরে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধার করা হলেও বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগীর কোনো খোঁজ মেলেনি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।