ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 84

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়া, পরে তা ফেরত না দেওয়া এবং হুমকি–ধামকি দেওয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা তানিয়া ১০ নভেম্বর এ পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) মামলার বাদী আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১০ নভেম্বর মামলার শুনানির জন্য আসামিদের আদালতে উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল। তবে তারা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার–সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরী আমিরুল ইসলামকে তাদের নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রতিশ্রুতি দেন। এর ভিত্তিতে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা দেন। কিন্তু মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসা শুরু না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে বলা হয়েছে, পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন সময় “আজ দেব, কাল দেব” বলে টালবাহানা করা হয়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকার বিষয়ে কথা বলতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী, তারা আমিরুলকে সতর্ক করে বলেন, বাসার সামনে গেলে তাকে মেরে ফেলা হবে। এ ঘটনায় ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা করতে পরামর্শ দেয়। পরে ২৪ মার্চ আমিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ আপডেট ০২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়া, পরে তা ফেরত না দেওয়া এবং হুমকি–ধামকি দেওয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা তানিয়া ১০ নভেম্বর এ পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) মামলার বাদী আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১০ নভেম্বর মামলার শুনানির জন্য আসামিদের আদালতে উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল। তবে তারা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার–সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরী আমিরুল ইসলামকে তাদের নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রতিশ্রুতি দেন। এর ভিত্তিতে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা দেন। কিন্তু মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসা শুরু না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে বলা হয়েছে, পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন সময় “আজ দেব, কাল দেব” বলে টালবাহানা করা হয়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকার বিষয়ে কথা বলতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী, তারা আমিরুলকে সতর্ক করে বলেন, বাসার সামনে গেলে তাকে মেরে ফেলা হবে। এ ঘটনায় ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা করতে পরামর্শ দেয়। পরে ২৪ মার্চ আমিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।