মেসির মতো রোনালদোর বিশ্বকাপ জয় দেখতে চান ফ্রান্সের ডিফেন্ডার
- সর্বশেষ আপডেট ০৪:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 113
সবকিছু অর্জনের পরও ২০২২ বিশ্বকাপের আগে লিওনেল মেসির মনে একটি অপূর্ণতা ছিল। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের নামের পাশে সোনালি ট্রফি জ্বলজ্বলে দেখা যাচ্ছিল না। ২০১৪ সালের বিশ্বকাপে খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের গোলে জার্মানির কাছে হারার কারণে তার হৃদয় ভেঙেছিল।
কাতার বিশ্বকাপে সেই অপূর্ণতা মেসি ঘোচান। ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার অধিনায়ক আজন্ম স্বপ্ন পূরণ করেছেন। ফুটবলের মাঠে এখন মেসির আর চাওয়া-পাওয়ার কিছু নেই। তবে আরেক কিংবদন্তি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর রয়েছে।
মেসির মতোই রোনালদোও বিশ্বকাপ ছাড়া সবকিছু অর্জন করেছেন। এবার তার শেষ সুযোগ ২০২৬ বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে মাঠে নামার সময় রোনালদোর বয়স হবে ৪১।
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ফ্রাঙ্ক লেবোফ বলেছেন, মেসির মতো ক্যারিয়ারের গোধূলিলগ্নে রোনালদোরও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হোক। গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে লেবোফ বলেন, “২০২২ বিশ্বকাপ যেন মেসিকে উৎসর্গ করা হয়েছিল। আমি সত্যিই আশা করি ২০২৬ বিশ্বকাপ রোনালদোকে উৎসর্গ করা হবে। পর্তুগালের হয়ে তার বিশ্বকাপ জেতা দারুণ কিছু হবে। পর্তুগাল অসাধারণ একটি দল, তাই এটা সম্ভব।”
লেবোফ আরও বলেন, বিশ্বকাপ ট্রফি সত্যিই পার্থক্য তৈরি করে। তিনি উল্লেখ করেন, “রোনালদো-মেসির সব শিরোপার মধ্যে ব্যালন ডি’অরে প্রতিযোগিতা ছিল। অনেকে বলেন, ‘তুমি কী অর্জন করেছ?’ আমি বলি, ‘বিশ্বকাপ জিতেছি, সে পারেনি।’ এটি সহজ উত্তর। অবশ্যই রোনালদো দুর্দান্ত একজন খেলোয়াড়। তবে বিশ্বকাপ জয় পার্থক্য তৈরি করে।”
রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ জয়ের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন অনেকেই।



































