মেসির ভারত সফরে বিশৃঙ্খলা, আয়োজক আটক
- সর্বশেষ আপডেট ০৫:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 103
তিন দিনের সফরে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার কারণে প্রত্যাশিত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়নি। মেসির সঙ্গে রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজকে এক নজর দেখার সুযোগ থেকেও বঞ্চিত হন গ্যালারিভর্তি বহু দর্শক।
হতাশা থেকে ক্ষোভে রূপ নেওয়া পরিস্থিতি একপর্যায়ে বিশৃঙ্খলায় পরিণত হয়। এ ঘটনার পর দর্শকদের ক্ষোভের মুখে পড়েন অনুষ্ঠানটির আয়োজক ও ‘গোট ট্যুর’-এর উদ্যোক্তা শতদ্রু দত্ত। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে তাকে আটক করে কলকাতা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দর্শকদের একাংশ স্টেডিয়ামের আসন ভাঙচুর করেন, আগুন দেওয়ার চেষ্টা চালান এবং নিরাপত্তাব্যবস্থা ভেঙে মাঠে প্রবেশের উদ্যোগ নেন। এতে স্টেডিয়ামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আয়োজকেরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করতে বাধ্য হন।
কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি) জায়েদ শামিম জানান, ঘটনার পর এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে এবং কোন কোন ধারায় মামলা হবে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বিশৃঙ্খলার ঘটনা সল্টলেক স্টেডিয়ামের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কারা দায়ী, তা শনাক্তের কাজ চলছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে।































