মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা
- সর্বশেষ আপডেট ০৫:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 86
দীর্ঘদিন ধরে ভক্ত ও মিডিয়ার কৈাতূহলের অবসান ঘটিয়ে অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। দীপাবলির উৎসব উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া ইভেন্টে তাঁদের প্রথম কন্যাসন্তান দুয়া পাডুকোন সিং-কে প্রকাশ্যে নিয়ে আসেন এই জনপ্রিয় জুটি।
রণবীর-দীপিকার এই পারিবারিক মুহূর্তটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দীপাবলির দিনে একসঙ্গে তোলা পারিবারিক ছবিতে দীপিকা, রণবীর ও তাদের মেয়ে দুয়াকে দেখা যায় ঐতিহ্যবাহি পোশাকে।
ছবিগুলোতে মা-মেয়ে দুজনেই পরেছেন লাল রঙের চুরিদার সঙ্গে মানানসই গহনা। অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। ছবিগুলোর সঙ্গে দম্পতি লিখেছেন,দীপাবলীর শুভেচ্ছা।
অনেকদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন, দীপিকা-রণবীরের কন্যাকে দেখার জন্য। ভক্তঅনুরাগীদের মধ্যে কেও কেও বলছে, দুয়া একেবারে দীপিকার মতো, আবার কারও মতে রণবীরের ছাপ কন্যার মুখে।
গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। সেই বছরেই মেয়ের পায়ের ছবি দিয়ে নাম প্রকাশ করেছিলেন তিনি।
চলতি বছরেও সেই ধারাবাহিকতা বজায় রেখে দীপাবলির দিনই মেয়ের ছবি প্রকাশ করলেন তারকা দম্পতি।






































