শিরোনাম
মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি: ট্রেন চলাচল স্থগিত
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 117
রাজধানীর মেট্রোরেলে ছাদে দুই ব্যক্তি উঠে পড়ার ঘটনা ঘটায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। রবিবার রাতের এই ঘটনায় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ বিভাগের পরিচালক আহসান উল্লাহ শরীফী জানিয়েছেন, সচিবালয় স্টেশনে একটি ট্রেন থামানো অবস্থায় ছাদে দুইজন ব্যক্তিকে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই যাত্রীসুরক্ষার স্বার্থে চলাচল বন্ধ করে তদন্ত শুরু করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শিগগিরই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।





































