মেট্রোযাত্রায় ভ্যাট ছাড় আরও ছয় মাস বাড়ছে
- সর্বশেষ আপডেট ০৯:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 105
মেট্রোরেলের টিকিটে বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে আগামী বছরের জুন পর্যন্ত মেট্রোরেলে যাতায়াতকারীদের কোনো ভ্যাট দিতে হবে না। একই সঙ্গে আগামী হজ মৌসুমে হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক সম্পূর্ণ বাতিলের প্রস্তাবও সরকার নীতিগতভাবে অনুমোদন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিনি জানান, ভ্যাট মওকুফের মতো সিদ্ধান্ত এখন আর এনবিআরের একক ক্ষমতার মধ্যে পড়ে না—এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আইন মন্ত্রণালয় ভেটিং সম্পন্ন করেছে, এখন বিষয়টি মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গত অর্থবছরের শুরুতে মেট্রো রেলের টিকিটে ভ্যাট আরোপ করা হলেও কীভাবে তা আদায় হবে, সে নিয়ে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সংস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। পরে চলতি বছরের শুরুর দিকে এনবিআর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট মওকুফের আদেশ দেয়।
অন্যদিকে, এবারের হজযাত্রার সময়ও হজযাত্রীরা বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড়ের সুবিধা পান। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক ছাড়ের পাশাপাশি এমবারকেশন ফি, নিরাপত্তা ফি এবং বিমানবন্দর সুরক্ষা ফি–র ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও মওকুফ করা হয়েছিল।




































