শিরোনাম
মেটিকুলাস ঘুম
এস এম আব্বাস
- সর্বশেষ আপডেট ০৮:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 320
নিকোল এখন গভীর ঘুমে
কান্না গেছে থেমে,
টকশো পাড়া চলছে এখন
মেটিকুলাস প্রেমে।
মরছে মরুক, ভাবনা কীসের?
কাঁপে না আসমান,
ডিপস্টেটের ডলার কোথায়?
কারা কত পান?
বছর জুড়ে আহাজারি
চলছে নিয়ম মেনে,
চারটি লাশে হঠাৎ তাদের
কান্না গেছে থেমে।
কথায় কথায় তোমরা যারা
ফ্যাসিস্ট বলো ভাই,
দয়া-মায়ার গান শোনাতে
এখন কেন নাই?





































