মেক্সিকোর ফুটবল মাঠে গুলিতে নিহত ১১
- সর্বশেষ আপডেট ০৩:২০:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 2
মেক্সিকোর সালামানকায় ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ নিহত ও ১২ আহত হওয়ার পর ন্যাশনাল গার্ড ঘটনাস্থলে পুলিশ লাইন টেনে তদন্ত শুরু করেছে।
মেক্সিকোর সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার বিকেলে সালামাঙ্কার একটি ফুটবল মাঠে বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত ১১ জনের প্রাণ নেন। আহত হন আরও ১২ জন, যাদের মধ্যে একজন নারী ও একজন কিশোর রয়েছেন।
সালামাঙ্কার মেয়র সিজার প্রিয়েতো জানান, ম্যাচ শেষ হওয়ার সময় হামলা ঘটে। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং হাসপাতালে আরও একজন মারা যান।
মেয়র প্রিয়েতো বলেন, এটি শহরে চলমান অপরাধী সহিংসতার অংশ। তিনি প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের হস্তক্ষেপ চেয়েছেন।
গুয়ানাহুয়াতো রাজ্যের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
রাজ্যটি গত বছর সর্বোচ্চ হত্যাকাণ্ডের জন্য পরিচিত। স্থানীয় সান্তা রোসা দে লিমা গ্যাং ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সংঘাত দীর্ঘদিন ধরে চলছে।
মেয়র প্রিয়েতো বলেন, “কিছু অপরাধী কর্তৃপক্ষকে দুর্বল করতে চাইছে, তবে এতে তারা সফল হবে না।”
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেক্সিকোর হত্যার হার ২০১৬ সালের পর সর্বনিম্ন, প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৭.৫। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এটি বাস্তব সহিংসতার পুরো চিত্র প্রতিফলিত নাও করতে পারে।






























