মুশফিকের পর আক্ষেপ নিয়ে ফিরলেন লিটনও
- সর্বশেষ আপডেট ০৬:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 113
গলে দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির দেখা পেলেন না লিটন দাস। তার আক্ষেপটা যেন অনেকটাই মুশফিকুর রহিমের মতো। দুজনই স্বপ্নের মতো ইনিংস গড়লেও শেষটা হলো হতাশার।
শেষবার মুশফিক ডাবল সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছিলেন রাওয়ালপিন্ডি টেস্টে, ১৯১ রানে। আজও সেই আক্ষেপ ঘোচাতে গিয়েও আটকে গেলেন ১৬৩ রানে। আসিতা ফার্নান্দোর এলবিডব্লিউ শিকার হয়ে বিদায় নিতে হয় তাকে। যদিও রিভিউতে দেখা গেছে বলটি মাত্রই লেগ স্টাম্পে লেগেছিল—আম্পায়ার আউট না দিলে হয়তো বেঁচে যেতেন।
অন্যদিকে, লিটন দাস ফিরেছেন ৯০ রানে, মাত্র ১০ রান দূরে থাকতেই। রিভার্স সুইপ খেলতে গিয়ে থারিন্দু রত্নায়েকের বল উড়িয়ে দিয়ে ডিপ লেগ স্কয়ারে ফিল্ডারের হাতে ধরা পড়েন তিনি। বলতেই হয়, বিরক্ত হয়ে শটটি খেলেন লিটন, কারণ শ্রীলঙ্কার স্পিনাররা টানা লেগ স্টাম্পের বাইরে বল করে তাকে বাধ্য করছিলেন ভুল করতে।
লিটনের সর্বশেষ সেঞ্চুরি এসেছিল সেই রাওয়ালপিন্ডিতেই, তবে দ্বিতীয় টেস্টে, ১৩৮ রানের ইনিংসে। আজও সে সুযোগ ছিল, কিন্তু তা মিস করলেন নিজের বেপরোয়া শটে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৬৯ রান। উইকেটে আছেন জাকের আলি অনিক (৩*) এবং নাঈম হাসান (৯*)। এর আগে বৃষ্টির কারণে আড়াই ঘণ্টার মতো খেলা বন্ধ ছিল।
































