মুলতান সুলতানসের মালিকানা ছাড়লেন তারিন
- সর্বশেষ আপডেট ০১:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 80
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে বিদায় নিচ্ছেন মুলতান সুলতানসের মালিক আলি তারিন। দীর্ঘদিনের আর্থিক ক্ষতি সামাল দিতে না পেরে ফ্র্যাঞ্চাইজির মালিকানা আর নবায়ন করবেন না- মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি।
তারিন লিখেছেন, “এই দলের সঙ্গে থাকা আমার জীবনের অন্যতম বড় সৌভাগ্য। মুলতান সুলতানসকে ভালোবাসি, দক্ষিণ পাঞ্জাবকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য ছিল বিরাট গর্বের। আমার প্রয়াত চাচা আলমগীর তারিনও এই দলের সঙ্গে থাকা নিয়ে ভীষণ গর্ব করতেন।”
প্রতিটি মৌসুমে তাঁর মূল বার্তা ছিল-পরিশ্রম ও লড়াই। তিনি খেলোয়াড়দের বলতেন, “এই অঞ্চলের মানুষ পরিশ্রমী, নিজেদের অধিকার নিয়ে লড়ে। তাই মাঠেও লড়াই থামানো যাবে না। হারাটা সমস্যা নয়, লড়াই ছাড়া হার-এটা সমর্থকরা মেনে নেবে না।”
তিনি বলেন, আর্থিক ক্ষতি সত্ত্বেও কখনও দল ছাড়ার কথা ভাবেননি। তবে নিজের নীতি থেকে সরে এসে দল ধরে রাখার চেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তার ভাষায়, “হাঁটু গেড়ে দল চালানোর চেয়ে, মাথা উঁচু করে দল হারানোই আমার কাছে গ্রহণযোগ্য।”
পিএসএলের ইতিহাসে ২০২১ সালে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র শিরোপা জেতে মুলতান সুলতানস। এরপর টানা তিন বছর-২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ফাইনালে ওঠে দলটি। কিন্তু সাবেক চ্যাম্পিয়নকে ছাড়া চলবে ২০২৬ সালের পিএসএল।
মুলতান বাদে পিএসএলের বাকি পাঁচটি দল ইতিমধ্যে আগামী ১০ বছরের চুক্তি নবায়ন করেছে। তবে গত কয়েক মাসে আলি তারিন ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সম্পর্ক বেশ টানাপড়েনের মধ্য দিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় মুলতান এখন সরে দাঁড়াচ্ছে।
জানা যায়, ২০১৮ সাল থেকে পিএসএলের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি ছিল মুলতান সুলতানস। শুরুতে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিকানায় থাকলেও ২০১৮ সালে প্রতি বছর ৬.৩ মিলিয়ন ডলারের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেন আলি তারিন।
ক্রিকবাজের হিসাব অনুযায়ী, সাত বছরে পিসিবিকে প্রায় ৪৪ মিলিয়ন ডলার ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছেন তিনি। পিএসএলে তাঁর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৭.২ বিলিয়ন পাকিস্তানি রুপি, বিপরীতে আয় হয়েছে মাত্র ১.৭ বিলিয়ন রুপি।





































