ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
দুই ভাইয়ের শত্রুতায় নারী নির্যাতন ও ভিডিও ভাইরাল

মুরাদনগর কাণ্ডের পরিকল্পনাকারী গ্রেপ্তার

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 121

মুরাদনগর কাণ্ডের পরিকল্পনাকারী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনায় ‘পরিকল্পনাকারী’ হিসেবে শাহ পরান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) বুড়িচং থানার কাবিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী ১৫ দিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গ্রামের ফজর আলী ও তার ছোট ভাই শাহ পরান পূর্ব থেকে তাকে উত্যক্ত করছিলেন। দুই ভাইয়ের মধ্যকার দ্বন্দ্ব চরমে পৌঁছায় দুই মাস আগে এক গ্রাম্য সালিশে ফজর আলীর হাতে শাহ পরান লাঞ্ছিত হওয়ার পর। প্রতিশোধের অংশ হিসেবে শাহ পরান পরিকল্পিতভাবে একটি ‘মব’ সংগঠিত করেন এবং ওই নারীকে নির্যাতন ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

র‌্যাব আরও জানায়, ঘটনার দিন (২৬ জুন) রাতে ভুক্তভোগীর মা-বাবা মেলায় গেলে ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে ওই নারীর ঘরে ঢোকেন। এরপর শাহ পরান ও অন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে নারীর ওপর শারীরিক নির্যাতন, শ্লীলতাহানী এবং অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ পরান স্বীকার করেছেন, তিনি প্রতিশোধের উদ্দেশ্যে ঘটনাটি পরিকল্পনা করেন এবং অন্যদের মেসেজের মাধ্যমে নির্দেশ দেন। র‌্যাব সেই বার্তার স্ক্রিনশট সংগ্রহ করেছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাব জানায়, শাহ পরান পেশায় সিএনজিচালক, তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, অপরাধের পেছনে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়—অপরাধই মুখ্য। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই ভাইয়ের শত্রুতায় নারী নির্যাতন ও ভিডিও ভাইরাল

মুরাদনগর কাণ্ডের পরিকল্পনাকারী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০২:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনায় ‘পরিকল্পনাকারী’ হিসেবে শাহ পরান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) বুড়িচং থানার কাবিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী ১৫ দিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গ্রামের ফজর আলী ও তার ছোট ভাই শাহ পরান পূর্ব থেকে তাকে উত্যক্ত করছিলেন। দুই ভাইয়ের মধ্যকার দ্বন্দ্ব চরমে পৌঁছায় দুই মাস আগে এক গ্রাম্য সালিশে ফজর আলীর হাতে শাহ পরান লাঞ্ছিত হওয়ার পর। প্রতিশোধের অংশ হিসেবে শাহ পরান পরিকল্পিতভাবে একটি ‘মব’ সংগঠিত করেন এবং ওই নারীকে নির্যাতন ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

র‌্যাব আরও জানায়, ঘটনার দিন (২৬ জুন) রাতে ভুক্তভোগীর মা-বাবা মেলায় গেলে ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে ওই নারীর ঘরে ঢোকেন। এরপর শাহ পরান ও অন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে নারীর ওপর শারীরিক নির্যাতন, শ্লীলতাহানী এবং অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ পরান স্বীকার করেছেন, তিনি প্রতিশোধের উদ্দেশ্যে ঘটনাটি পরিকল্পনা করেন এবং অন্যদের মেসেজের মাধ্যমে নির্দেশ দেন। র‌্যাব সেই বার্তার স্ক্রিনশট সংগ্রহ করেছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাব জানায়, শাহ পরান পেশায় সিএনজিচালক, তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, অপরাধের পেছনে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়—অপরাধই মুখ্য। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।