অভিযোগ কায়কোবাদের
মুরাদনগরে শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে সেই নারীকে সরিয়ে দিয়েছে
- সর্বশেষ আপডেট ১০:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 301
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নের শিকার নারীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েও তাদের না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
মঙ্গলবার (১ জুলাই) মুরাদনগরের পাচকিত্তা বাহারচরে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে কায়কোবাদ বলেন, “আমি এখানে এসেছিলাম সকলের সঙ্গে দেখা করতে, কথা বলতে। কিন্তু পুলিশ এবং আমাদের মাননীয় শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদের এখান থেকে সরিয়ে নিয়েছে।
তিনি অভিযোগ করেন, “এই ঘটনা শুধু বিএনপির বিরুদ্ধে নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র। হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। আওয়ামী লীগ ও এনসিপি অপপ্রচারের মাধ্যমে আমাদের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়।”
তিনি বলেন, “আমি যেমন মুরাদনগরের সন্তান, আপনারাও এই মাটিরই সন্তান। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্থা করা যাবে না। হিন্দু-মুসলিম সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”
সর্বশেষ তিনি দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বলেন, “ভুক্তভোগীর পাশে বিএনপি আছে এবং থাকবে। আমরা শান্তি চাই, দাঙ্গা নয়।”
































