শিরোনাম
মুরাদনগরে নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
- সর্বশেষ আপডেট ১২:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 151
কুমিল্লা মুরাদনগরের নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোমা নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা আকিবপুর ইউনিয়ন কড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবি আক্তার, তার ছেলে রাসেল ও জোনাকী।
বাঙ্গরাবাজার থানার ওসি মাহফুজুর রহমান এই হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ এলাকায় ডাকাতি এবং এলাকায় ত্রাসের রাজত্ব করছিল। আজ সকালে সংক্ষুব্ধ এলাকাবাসী সঙ্ঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে গণপিটুনি দিলে তিনজন নিহত হয়। এছাড়া একজন গুরুতর আহত হয়। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর নবীনগর ও বাঙ্গরাবাজার থানায় বহু মামলার রয়েছে।
Tag :
আইনশৃঙ্খলা পরিস্থিতি এমপিও কর্তৃপক্ষ খুন গ্রেপ্তার অভিযান ছুরিকাঘাত ত্রিপক্ষীয় সংঘাত নারীর উপর সহিংসতা নিরাপত্তা পরিস্থিতি নির্মম হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ পুলিশ মামলা বাংলাদেশ অপরাধ মুরাদনগর শেরপুর সিভিক উদ্বেগ স্থানীয় সামাজিক উত্তেজনা
































