মুরগি চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৩০ জন
- সর্বশেষ আপডেট ০৩:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 85
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মুরগি চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ খুরমা ইউনিয়নের দরারপাড় ও দেওগাঁও গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা চলা এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
ছাতক থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, দরারপাড় গ্রামের আবু বক্কর অভিযোগ করেন যে তার বাড়ি থেকে মুরগি চুরি করেছে দেওগাঁও গ্রামের যুবক নাহিদ মিয়া। বিষয়টি নিয়ে রাতে আবু বক্কর নাহিদের বাড়িতে গেলে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নাহিদের পক্ষের লোকজন আবু বক্করকে আটক করে রাখে।
সংবাদটি ছড়িয়ে পড়ার পর দরারপাড় গ্রামের লোকজন নাহিদের বাড়ির দিকে এগোতে থাকলে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































