মুন্সীগঞ্জে মায়ের বিরুদ্ধে নবজাতক হত্যার অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 212
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাত্র ২৪ দিন বয়সী এক নবজাতক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির মা সারথী মন্ডল (৩৭) এ ঘটনায় পুলিশের হেফাজতে রয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার শুলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির নাম ছিল শভিক মন্ডল।
শিশুটির বাবা দিনেশ মন্ডল (৪৪) জানান, এটি তাদের তৃতীয় সন্তান। জন্মের পর থেকেই সারথী মন্ডল বাবার বাড়ি শুলপুরে অবস্থান করছিলেন। ভোরে হঠাৎ শিশুটি নিখোঁজ হলে বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।
পরবর্তীতে বাড়ির পাশের পুকুরে খোঁজ শুরু হলে শিশুর ব্যবহৃত কাঁথা দেখতে পান তারা। পরে তল্লাশি চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনিয়া আক্তার জানান, শিশুটি বহু আগেই মারা গিয়েছিল।
দিনেশ মন্ডলের দাবি, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। তিনি বলেন, “আমার স্ত্রী নিজেই বলেছে, বাচ্চা কেমন করে যেন হাত থেকে হারিয়ে গেছে। এরপর আর কিছু বলতে পারেনি। আমি নিশ্চিত, ও-ই আমার ছেলেকে হত্যা করেছে।”
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটির মা মানসিক সমস্যায় ভুগছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এদিকে, শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
































