ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 133

মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামে একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, ভিডিওটি উপজেলার বাঘরা ইউনিয়নের সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত।

১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে গুলি ছুড়ছেন এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন। ঘটনাটি নিয়ে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা ব্যক্তিদের মধ্যে বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরাপাড়ার আহির (টুপি পরিহিত) ও মথুরাপাড়ার অর্পণ (কালো পাঞ্জাবি পরিহিত) রয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামেই।

ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ দেখা যায়নি, তবে তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা গেছে। সেখানে ফয়সাল নামের এক যুবককে দেখা যায় আহির নামের আরেকজনকে গুলি ছোড়ার প্রশিক্ষণ দিতে।

এ বিষয়ে রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও তার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, “ভিডিওটি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট ০৩:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামে একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, ভিডিওটি উপজেলার বাঘরা ইউনিয়নের সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত।

১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে গুলি ছুড়ছেন এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন। ঘটনাটি নিয়ে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা ব্যক্তিদের মধ্যে বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরাপাড়ার আহির (টুপি পরিহিত) ও মথুরাপাড়ার অর্পণ (কালো পাঞ্জাবি পরিহিত) রয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামেই।

ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ দেখা যায়নি, তবে তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা গেছে। সেখানে ফয়সাল নামের এক যুবককে দেখা যায় আহির নামের আরেকজনকে গুলি ছোড়ার প্রশিক্ষণ দিতে।

এ বিষয়ে রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও তার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, “ভিডিওটি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”