শিরোনাম
মুন্সিঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নিজস্ব প্রতিবদেক, মুন্সিঞ্জ
- সর্বশেষ আপডেট ০৬:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 105
মুন্সিঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রান্ধুণীবাড়ী এলাকার এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।
নিহত আরবী (৬) বেতকা ইউনিয়নের রান্ধুণীবাড়ী এলাকার আলমগীরের মেয়ে। সেই মাদ্রাসার নূরানী শাখার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল আরবী। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরবীকে চাপা দেয়। ফলে তার শরীরে বিভিন্ন অংশ থেঁতলে যায়। এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুর্ঘটনায় পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































