মুক্ত আকাশে ফিরে গেল পাঁচটি পানকৌড়ি
- সর্বশেষ আপডেট ০৮:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 232
নাটোরের গুরুদাসপুরে পাখি শিকারীদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া পাঁচটি পানকৌড়ি পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরে তুলাধোনা মাঠ এলাকা থেকে গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা পাখিগুলো উদ্ধার করেন। স্থানীয়দের উপস্থিতিতে পাখিগুলোকে প্রকৃতির কোলে ফেরত পাঠানো হয়।
জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, শীতের আগমনে এলাকার বাগান ও জলাশয়ে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। কিছু অসাধু ব্যক্তি এই পাখিগুলো শিকার করে বিক্রি করায় তারা দ্রুত অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করেন। শিকারকারীরা ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দেয়।
নাজমুল হাসান আরও বলেন, অতিথি পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই তাদের হত্যা নয়, সুরক্ষা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। তিনি সবাইকে শপথ নিতে আহ্বান জানান: “পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও; শিকার নয়, সুরক্ষা আমাদের অঙ্গীকার।”



































