ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পেলেন আবদুল লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১২:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 105

আবদুল লতিফ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি মুক্তি পান। কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্ত হয়ে ঢাকার বাসায় এসেছেন বলে জানা গেছে। এক ফেসবুক পোস্টে আবদুল লতিফ সিদ্দিকীকে মাক্রোবাসে কয়েকজনের সঙ্গে দেখা গেছে।

গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দেন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ।

গেল ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরের দিন শাহবাগ থানায় তাদের নামেই উল্টো মামলা করা হয়, যেখানে ‘দেশকে অস্থিতিশীল এবং অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছে পুলিশ।

মামলার বিবরণীতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে ২৮ অগাস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুক্তি পেলেন আবদুল লতিফ সিদ্দিকী

সর্বশেষ আপডেট ১২:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি মুক্তি পান। কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্ত হয়ে ঢাকার বাসায় এসেছেন বলে জানা গেছে। এক ফেসবুক পোস্টে আবদুল লতিফ সিদ্দিকীকে মাক্রোবাসে কয়েকজনের সঙ্গে দেখা গেছে।

গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দেন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ।

গেল ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরের দিন শাহবাগ থানায় তাদের নামেই উল্টো মামলা করা হয়, যেখানে ‘দেশকে অস্থিতিশীল এবং অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছে পুলিশ।

মামলার বিবরণীতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে ২৮ অগাস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।