ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মুফতি আমির হামজার দাবি

মুক্তিযুদ্ধ নিয়ে কল্পকাহিনী ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০১:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 100

মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারিত কল্পকাহিনীর মধ্যে ৯০ ভাগই মিথ্যা। তিনি উল্লেখ করেন, “বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়ে দেখা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংক্রান্ত অনেক তথ্যই মিথ্যা রচিত। জামায়াত ইসলামী তখন যুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই সত্য এতদিন আমাদের জানানো হয়নি।”

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করা বিজয় র‌্যালিতে মুফতি আমির হামজা এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, “আজকের বিজয় র‌্যালি প্রমাণ করে আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ছিলাম, এ কারণেই আমাদের বিরোধী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা চাই আগামী বাংলাদেশ হবে স্বাধীনচেতা ও স্বাধীনভাবে চলার মতো দেশ। ইনশাল্লাহ, দেশের ঐক্যবদ্ধতা বজায় থাকবে।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুফতি আমির হামজার দাবি

মুক্তিযুদ্ধ নিয়ে কল্পকাহিনী ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা

সর্বশেষ আপডেট ০১:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারিত কল্পকাহিনীর মধ্যে ৯০ ভাগই মিথ্যা। তিনি উল্লেখ করেন, “বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়ে দেখা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংক্রান্ত অনেক তথ্যই মিথ্যা রচিত। জামায়াত ইসলামী তখন যুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই সত্য এতদিন আমাদের জানানো হয়নি।”

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করা বিজয় র‌্যালিতে মুফতি আমির হামজা এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, “আজকের বিজয় র‌্যালি প্রমাণ করে আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ছিলাম, এ কারণেই আমাদের বিরোধী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা চাই আগামী বাংলাদেশ হবে স্বাধীনচেতা ও স্বাধীনভাবে চলার মতো দেশ। ইনশাল্লাহ, দেশের ঐক্যবদ্ধতা বজায় থাকবে।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।