মুক্তিপন দিয়ে সাতদিন পর মুক্ত ইটভাটার দুই শ্রমিক
- সর্বশেষ আপডেট ০৫:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / 121
অপহরনের সাতদিন পর ১৪ লাখ টাকা মুক্তিপন দিয়ে ছাড়া পয়েছেন বান্দরবানের এএইচএন ইটভাটার দুই শ্রমিক। এরা হলেন, পাশ্ববর্তী আমিরাবাদ সুখছড়ি এলাকার বাসিন্দা তপন দাশ (৬৫) ও বালাঘাটা এলাকার বাসিন্দা জয় নাথ (৫৫)। গতকাল বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কানাপাড়া এলাকায় গহীন জঙ্গলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
গত ৪ সেপ্টেম্বর রাত ১০টায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামার পাড়া নামক এলাকায় ইটভাটা থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।
সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, গতকাল রাতে কানা পাড়া এলাকায় দুই শ্রমিককে ছেড়ে দিয়েছে বলে জেনেছি। বিনিময়ে ১৪ লাখ টাকা দিতে হয়েছে বলে শুনেছি। পরে বিস্তারিত বলা যাবে।
বিষয়টি নিশ্চিত করে এএইচএন ইটভাটার স্বত্বাধিকারী মালিক আব্দুল কুদ্দুছ বলেন, গতকাল ১৪ লাখ টাকার মুক্তিপণের মাধ্যমে ইটভাটা শ্রমিককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।


































