ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 78

মামুনুল হক

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধতা’ হিসেবে আখ্যায়িত করা অযৌক্তিক এবং এটি নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

বুধবার ঠাকুরগাঁও শহরের আদালত চত্বরে বাউলদের ওপর হামলায় দুজন আহত হন। ঘটনার পর সেখানে অবস্থানরত মির্জা ফখরুল বিষয়টি নিন্দা জানিয়ে হামলাটিকে উগ্রপন্থী গোষ্ঠীর কাজ বলে মন্তব্য করেন।

মামুনুল হক বিবৃতিতে দাবি করেন, বাউল আবুল সরকারের আল্লাহ এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে দেওয়া বক্তব্য দেশজুড়ে মানুষের ক্ষোভ তৈরি করেছে। তার বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং জনগণের দাবি অনুযায়ী তাকে গ্রেপ্তার করা আইনের শাসনের পক্ষে ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, আবুল সরকারের সমর্থকদের বিভিন্ন স্থানে উসকানিমূলক আচরণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা পরিকল্পিত অপতৎপরতা।

রাজনৈতিক কিছু গোষ্ঠী ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে মামুনুল হক বলেন, তারা আবুল সরকারের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে কিছু না বলেই বরং তাকে সমর্থন করছে এবং মুসলিম জনতার প্রতিবাদকে ‘উগ্রবাদ’ হিসেবে চিত্রিত করছে। এটি অতীতের স্বৈরাচারী ভাষাচর্চার পুনরাবৃত্তি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, আবুল সরকারের বক্তব্য জঘন্য ও কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় তৌহিদি জনতার প্রতিক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও ধর্মীয় দায়িত্ববোধের প্রকাশ। অপরাধীকে আড়াল করতে গিয়ে প্রতিবাদকারী মানুষের ওপর দোষ চাপানো অন্যায় এবং ধর্মীয় অনুভূতির প্রতি অবহেলা বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মীয় বিষয়ে সংযত ও ভারসাম্যপূর্ণ মন্তব্য করার জন্য রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানান মাওলানা মামুনুল হক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের

সর্বশেষ আপডেট ০৮:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধতা’ হিসেবে আখ্যায়িত করা অযৌক্তিক এবং এটি নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

বুধবার ঠাকুরগাঁও শহরের আদালত চত্বরে বাউলদের ওপর হামলায় দুজন আহত হন। ঘটনার পর সেখানে অবস্থানরত মির্জা ফখরুল বিষয়টি নিন্দা জানিয়ে হামলাটিকে উগ্রপন্থী গোষ্ঠীর কাজ বলে মন্তব্য করেন।

মামুনুল হক বিবৃতিতে দাবি করেন, বাউল আবুল সরকারের আল্লাহ এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে দেওয়া বক্তব্য দেশজুড়ে মানুষের ক্ষোভ তৈরি করেছে। তার বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং জনগণের দাবি অনুযায়ী তাকে গ্রেপ্তার করা আইনের শাসনের পক্ষে ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, আবুল সরকারের সমর্থকদের বিভিন্ন স্থানে উসকানিমূলক আচরণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা পরিকল্পিত অপতৎপরতা।

রাজনৈতিক কিছু গোষ্ঠী ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে মামুনুল হক বলেন, তারা আবুল সরকারের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে কিছু না বলেই বরং তাকে সমর্থন করছে এবং মুসলিম জনতার প্রতিবাদকে ‘উগ্রবাদ’ হিসেবে চিত্রিত করছে। এটি অতীতের স্বৈরাচারী ভাষাচর্চার পুনরাবৃত্তি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, আবুল সরকারের বক্তব্য জঘন্য ও কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় তৌহিদি জনতার প্রতিক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও ধর্মীয় দায়িত্ববোধের প্রকাশ। অপরাধীকে আড়াল করতে গিয়ে প্রতিবাদকারী মানুষের ওপর দোষ চাপানো অন্যায় এবং ধর্মীয় অনুভূতির প্রতি অবহেলা বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মীয় বিষয়ে সংযত ও ভারসাম্যপূর্ণ মন্তব্য করার জন্য রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানান মাওলানা মামুনুল হক।