সামরিক শিল্পে বাংলাদেশ
মিরসরাইয়ে হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন
- সর্বশেষ আপডেট ০৮:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 6
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। ফাইল ছবি
বাংলাদেশকে সামরিক ও প্রতিরক্ষা শিল্পে যুক্ত করতে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বেজার চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, মিরসরাইয়ে প্রায় ৮৫০ একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে মাস্টার প্ল্যানে যুক্ত করা হবে। এই জমি আগে একটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল, তবে প্রকল্প বাতিল হওয়ায় তা নতুনভাবে ব্যবহার করা হচ্ছে।
আশিক চৌধুরী জানান, বৈশ্বিক পরিস্থিতিতে সামরিক সরঞ্জাম উৎপাদনের চাহিদা বাড়ছে। বিশেষ করে গোলাবারুদ ও যন্ত্রাংশের ঘাটতি যুদ্ধক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এসব খাতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা, প্রধান উপদেষ্টার কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছে।
এই জোনে প্রাথমিকভাবে গোলাবারুদ, যন্ত্রাংশ ও অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা যাচাই করা হবে।






























