শিরোনাম
মিরপুর টেস্ট: বড় লিড নিচ্ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 146
দ্বিতীয় ইনিংসে বড় লিড নিচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিন ব্যাটিং শুরু করে শেষ খবর পর্যন্ত টাইগারদের স্কোর ৩ উইকেটে ১৮৭ রান। আগের দিনে ১ উইকেটে ১৫৬ রান আর ৩৬৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে টাইগাররা।
দিনের শুরুতেই আউট হন সাদমান ইসলাম। ৭৮ রান করে ম্যাকব্রেইনের স্পিনে কাটা পড়েন এই ওপেনার। নাজমুল শান্ত টানা দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। ১ রান করে দলপতি ফিরলে ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৪৭৬ রান করেছিল বাংলাদেশ।
জবাবে ব্যাটিং করতে নেমে তাইজুলদের বোলিং তোপে মাত্র ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। তবে সুযোগ থাকলেও অতিথিদের ফলো-অন না করিয়ে আবারো ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।



































