মিরপুর টেস্টে বাংলাদেশের রানের পাহাড়
- সর্বশেষ আপডেট ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 156
ঢাকা টেস্টে বাংলাদেশের ৪৭৬ রানের বড় ইনিংসের জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৬৫ রানে থেমে যায়। ফলে ২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আরও আত্মবিশ্বাসী ব্যাটিং করেছে স্বাগতিকরা। দিনের শেষে বাংলাদেশের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৩৬৭ রান।
শুক্রবার (২১ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে খেলতে নামা আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ৮৮.৩ ওভারে অলআউট হয়। এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৭ ওভারে ১ উইকেটে ১৫৬ রান তুলে দিন শেষ করে।
ওপেনিংয়ে দুর্দান্ত শুরু এনে দেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দুজনের জুটিতে আসে ১১৯ রান। দুজনই ফিফটি পূর্ণ করেন। ৯১ বলে ৬ চার মেরে ৬০ রান করা জয় গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হন।
সাদমান দারুণ ফর্ম ধরে রেখে টেস্টে নিজের অষ্টম হাফসেঞ্চুরি তুলে নেন। ১১০ বলে ৫টি চার মেরে ৬৯ রানে অপরাজিত আছেন তিনি। মুমিনুল হক তাকে সঙ্গ দিয়ে ২১ বলে ৪ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ রানে খেলছেন।
এর আগে আয়ারল্যান্ডের হয়ে লোরকান টাকার লড়াই চালান ১৭১ বলে ৭ চারসহ অপরাজিত ৭৫ রানে। জর্ডান নিল করেন ৪৯ এবং স্টিফেন দোহানি ৪৬ রান। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন সর্বোচ্চ ৪ উইকেট। খালেদ আহমেদ ও হাসান মুরাদ দুটি করে উইকেট শিকার করেন।
































