ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে রোড ডিভাইডারে বাস, পথচারী নিহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 199

মিরপুরে রোড ডিভাইডারে বাস উঠে প্রাণ গেল এক ব্যক্তির

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে একটি বাস রোড ডিভাইডারে উঠে পড়ায় একজন পথচারী নিহত হয়েছেন এবং সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

দুপুর ১টার কিছু পর এই দুর্ঘটনা ঘটে বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান।”

আহত শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি ঘটনাস্থল থেকে সরানোর কাজ চলছে।

ওসি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিরপুরে রোড ডিভাইডারে বাস, পথচারী নিহত

সর্বশেষ আপডেট ০৫:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে একটি বাস রোড ডিভাইডারে উঠে পড়ায় একজন পথচারী নিহত হয়েছেন এবং সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

দুপুর ১টার কিছু পর এই দুর্ঘটনা ঘটে বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান।”

আহত শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি ঘটনাস্থল থেকে সরানোর কাজ চলছে।

ওসি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।